Connect with us

CURRENT AFFAIRS

২০২১ সালে প্রয়ান হয়ে যাওয়া মহান ব্যাক্তিদের তালিকা

২০২১ সালে প্রয়াত হয়ে যাওয়া মহান ব্যাক্তিগন , তাঁরা কোন কোন পেশা বা ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ও তাঁদের মহান কাজগুলি, লেখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল।

আরও পড়ুন :- Most Importent GK about Indian National Flag for all Exam.

১) প্রয়াত সুন্দরলাল বহুগুনা তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- পরিবেশবিদ ।

* ২১ মে ২০২১ সালে , ৯৪ বছর বয়সে মৃত্যু ঘটে।
* উদ্ভিদ সংরক্ষণের জন্য সুন্দরলাল বহুগুনার নেতৃত্বে ১৯৭৩ সালে উত্তরাখন্ডে চিপকো আন্দোলন শুরু হয় ।

২) প্রয়াত মিলখা সিং তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- এথলেটিক্স ।

* মিলখা সিং এর জন্ম ২০ নভেম্বর ১৯২৯ , মৃত্যু ১৮ জুন ২০২১ সালে।
* তিনি একজন দৌড়বাজ ছিলেন, ১৯৫৬ ও ১৯৬৪ সালে অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন ।
* আত্মজীবনী – The Race of My Life.

৩) প্রয়াত রোহিত সর্দানা তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- সাংবাদিক / টিভি অ্যাঙ্কার ।

* তিনি একজন বহু প্রচলিত টিভি নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন ।
* ৩০ এপ্রিল ২০২১ সালে কোভিদের কারনে মারা যান ।

৪) প্রয়াত কল্যাণ সিং তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তরঃ- উত্তর প্রদেশ ।

* জন্ম ১৯৩২ সালে , মৃত্যু ২০২১ সালে ।
* প্রথমবার ১৯৯১ সালে ও দ্বিতীয়বার ১৯৯৭ সালে উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর কার্যকালে বাবরি মসজিদ ধ্বংস হয় ।

৫) প্রয়াত দিলীপ কুমার তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- অভিনেতা ।

* প্ৰকৃত নাম – মহম্মদ ইউসুফ খান । জন্ম – ১৯২২ সালে ও মৃত্যু – ২০২১ সালে ।
* ১৯৯১ সালে পদ্মভূষণ , ২০১৫ সালে – পদ্মবিভূষণ , ১৯৯৫ সালে – দাদা সাহেব ফালকে ।
* প্রথম ছবি – জোয়ার ভাটা ১৯৪৪ সালে ।

৬) প্রয়াত বিষ্ণু নারায়ণ নামবিদুরাই কোন ভাষার সাহিত্যিক ছিলেন ?

উত্তরঃ- মালায়ানাম ভাষা ।

* মৃত্যু – ২০ ফেব্রুয়ারি ২০২১ সালে ।
* সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে উৎকৃষ্ঠ অবদানের জন্য ২০১৪ সালে পদ্মশ্রী পুরষ্কার পান ।

৭) প্রয়াত বীরভদ্র সিং কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তরঃ- হিমাচলপ্রদেশ ।

* জন্ম – ১৯৩৪ সালে , মৃত্যু – ৮ জুলাই ২০২১ সালে ।
* ১৯৮৩ , ১৯৯০ , ১৯৯৩ , ১৯৯৮ , ২০০৩ ও ২০১২ এই ৬ বার হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ।

৮) প্রয়াত রাজীব কাপুর তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- অভিনেতা ।

* ফিল্ম নির্মাতা , পরিচালক ও অভিনেতা রাজীব কাপুর ৯ ফেব্রুয়ারি ২০২১ সালে , ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন ।

৯) প্রয়াত ওস্তাদ গুলাম মিস্তাফা খান তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- সংগীতকার ।

* ১৯৯১ সালে পদ্মশ্রী , ২০০৬ সালে পদ্মভূষণ ও ২০১৮ সালে পদ্মবিভূষণ ।
* বিখ্যাত গায়ক সোনা নিগমের গুরু ।

১০) প্রয়াত কেশব দত্ত তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- হকি খেলা ।

* ১৯৪৮ সালে ও ১৯৫২ সালে দুবার স্বর্ণপদক জয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন ।
* ২০১৯ সালে তিনি মোহন বাগান রত্ন পুরষ্কার পান । প্রথম একজন ফুটবলার ব্যতিরেকে এই পুরষ্কার পান ।

আরও পড়ুন :- 13th September 2021 Current Affairs PDF in Bengali.

১১) প্রয়াত অনিরুদ্ধ জগন্নাথ তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তরঃ- মরিশাস এর প্রধানমন্ত্রী ।

* মৃত্যু ৩ জুন ২০২১ সালে ।
* তিনি মরিশাসের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুটি পদেই নির্বাচিত হয়েছিলেন ।
* ১৯৮২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৬ বার প্রধানমন্ত্রী পদে ছিলেন ।
* ২০০৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ।

১২) প্রয়াত এম এস নরসিংহাম তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- গণিতবিদ ছিলেন ।

* মৃত্যু ১৫ মে ২০২১ সালে ।
* নরসিংহাম – শেসদ্রি প্রমানের জন্য পরিচিত ।
* গনিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৭৫ সালে শান্তি স্বরূপ ভাটনগর ও ১৯৯০ সালে পদ্মভূষণ পুরস্কার পান ।

১৩) প্রয়াত মাধব সিং সোলেঙ্কি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?

উত্তরঃ- গুজরাট এর ।

* মৃত্যু ৯ জানুয়ারি ২০২১ সালে ।
* ১৯৭৬ সালে প্রথম বার ও তার পরে চার বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ।

১৪) প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ” ও পি ভরদ্বাজ ” কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- বোক্সিং এর সাথে ।

* মৃত্যু ২০২১ সালে মে মাসে ।
* বোক্সিং কোচ “ও পি ভরদ্বাজ” ১৯৬৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় বোক্সিং দলের কোচ ছিলেন ।
* ১৯৮৫ সালে প্রথম দ্রোণাচার্য পুরস্কার পান ।

১৫) প্রয়াত ” নন্দু নাটকের ” কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- ব্যাডমিন্টন ।

* মৃত্যু ২০২১ সালের জুলাই মাসে , ৮৮ বছর বয়সে ।
* ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি আন্তর্জাতিক খেলায় ভারতকে প্রথম পদক এনে দেন ।
* ১৯৬১ সালে অর্জুন পুরস্কার পান ।

১৬) প্রয়াত ” বুদ্ধদেব গুহ ” তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- সাহিত্যিক ছিলেন ।

* জন্ম ২৯ জুলাই ১৯৩৬ সালে ও মৃত্যু ২৯ আগস্ট ২০২১ সালে ।
* ঋজূদা চরিত্রের স্রষ্টা ।
* ১৯৭৬ সালে আনন্দ পুরস্কার পান ।

১৭) প্রয়াত ” শঙ্খ ঘোষ ” তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- সাহিত্যিক ছিলেন ।

* জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৩২ সালে , মৃত্যু ২১ এপ্রিল ২০২১ সালে ।
* পদ্মভূষণ ২০১১ সালে , জ্ঞানপীঠ পুরস্কার 2016 সালে এবং সাহিত্য একাডেমী পুরস্কার ১৯৭৭ সালে ( বাবার প্রার্থনা ) ।

১৮) প্রয়াত ” বুব্ধদেব দাশগুপ্ত ” তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ।

* জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৪ সালে । মৃত্যু ১০ জুন ২০২১ সালে ।
* বাঘ বাহাদুর , তাহাদের কথা , চরাচর , উত্তরা ইত্যাদি বিখ্যাত ছবিগুলোর জন্য বিশেষ ভাবে পরিচিত ।
* তাঁর পাঁচটি ছবি জাতীয় চলচিত্র পুরষ্কার পেয়েছে ।

১৯) প্রয়াত ” শ্রীকুমার ব্যানার্জি ” তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- বৈজ্ঞানিক ।

* মৃত্যু ২৩ মে ২০২১ সালে ।
* একজন বিখ্যাত নিউক্লিও বৈজ্ঞানিক শ্রীকুমার ব্যানার্জি , এটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ছিলেন ।
* ১৯৮৯ সালে শান্তি স্বরূপ ভাটনাগর পুরষ্কার পান। * ২০০৫ সালে পদ্মশ্রী পুরষ্কার পান ।

২০) প্রয়াত ” পদ্মা সচদেব ” তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তরঃ- সাহিত্যিক ।

* জন্ম ১৭ এপ্রিল ১৯৪০ সালে ও মৃত্যু ৪ আগস্ট ২০২১ ।
* ডোগরী ভাষার প্রথম আধুনিক মহিলা সাহিত্যিক । সাহিত্য একাডেমী পুরষ্কার ১৯৭১ সালে পান ।
* পদ্মশ্রী পুরষ্কার ২০০১ সালে পান । * সরস্বতী সম্মান ২০১৫ সালে পান।

আরও পড়ুন :- Indian Geography MCQ PDF for All Competitive Exams

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *